প্রধান শিরোনাম

খুলনা-কোটচাঁদপুর-ঢাকা রেলপথে ৩ট্রেন বন্ধের খবরে ঝিনাইদহবাসীর মাঝে ক্ষোভ-অসন্তোষ: সরাসরি ট্রেন চালু রাখার দাবি



দিগন্ত বাণী ভয়েস :খুলনা থেকে ঝিনাইদহের মোবারকগঞ্জ কোটচাঁদপুর রেলস্টেশন হয়ে ঢাকাগামী সরাসরি চলাচলকারী তিনটি ট্রেন আন্ত:নগর চিত্রা,বেনাপোল সুন্দরবন এক্সপ্রেস বন্ধের খবরে ক্ষোভ প্রকাশ করেছে ঝিনাইদহবাসী।

জানাগেছে, জুন থেকে যশোরের রুপদিয়া থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা পথে ট্রেন চালু করার পরিকল্পনায় রুটের সরাসরি ঢাকার ৩টি ট্রেন বন্ধ হয়ে যাবে। ঘোষণার পর থেকে ঝিনাইদহের দুইটি স্টেশন কোটচঁদপুর মোবারকগঞ্জ থেকে ঢাকায় যাতায়াতকারী যাত্রীরা ক্ষুব্ধ অসন্তোষ্ট।

বিভিন্ন মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করে এলাকার জনগন বলেছে প্রয়োজনে তারা রেলওয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনে যাবে। ঝিনাইদহবাসী রেলওয়ের নতুন প্লান বাস্তবায়নের পাশাপাশি খুলনা থেকে মোবারকগঞ্জ কোটচাঁদপুর হয়ে ঢাকাগামী চলাচলকারী ট্রেনগুলো বহাল রাখার দাবি জানিয়েছেন। দাবি না মানলে আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা।

খোঁজ নিয়ে জানা গেছে, যশোরের রুপদিয়া থেকে কাশিয়ানিভাঙ্গাপদ্মা সেতু হয়ে ঢাকা এবং চুয়াডাঙ্গার দর্শনা থেকে কুষ্টিয়ারাজবাড়ি হয়ে ঢাকাগামী নতুন দুই রুটে ট্রেন চালু করতে যাচ্ছে রেলওয়ে। সবকিছু ঠিক থাকলে আগামী জুন থেকে নতুন রেলপথে ট্রেন চলাচল শুরু করবে। এরফলে খুলনা থেকে সরাসরি ঢাকাগামী তিনটি ট্রেন ঝিনাইদহের মোবারকগঞ্জ কোটচাঁদপুর হয়ে যাতায়াত বন্ধ হয়ে যাবে। আর এই নতুন দুটি রুট চালু হলে ঝিনাইদহ জেলার দুই স্টেশন থেকে যাতায়তকারি যাত্রীরা রেলযোগে সরাসরি ঢাকায় যাতায়াতের সুযোগ থেকে বঞ্চিত হবে।

কোটচাঁদপুর স্টেশন থেকে নিয়মিত যাতায়তকারি একজন ব্যবসায়ী আবু নাবিল জানান, খুলনা থেকে প্রতিদিন সকাল ১১টা, দুপুর ৩টা রাত ১২ টায় তিনটি ট্রেন যশোর, ঝিনাইদহের মোবারকগঞ্জ কোটচাঁদপুর এবং চুয়াডাঙ্গা হয়ে পদ্মা সেতু বঙ্গবন্ধু সেতু হয়ে ঢাকায় যাতায়ত করে। ঢাকায় যাতায়াতকারী তিনটি ট্রেনেই মোবারকগঞ্জ কোটচাঁদপুর রেলস্টেশন থেকে বিপুল সংখ্যক যাত্রী সাধারন চলাচল করে। এতে সরকারের বিপুল পরিমান রাজস্ব আয় হয়। তাছাড়া এর ফলে অঞ্চলের মানুষের ঢাকাখুলনা যাতায়াতের বিশাল একটি সুযোগ সুযোগ হয়েছে। এছাড়া ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটেছে। এখন খুলনা থেকে ঢাকাগামী ট্রেনগুলো বন্ধের সংবাদে আমরা পুরো জেলাবাসী মর্মাহত। নতুন রুটে ট্রেন চালু হচ্ছে এটা দেশের মানুষের জন্য দারুন সুখবর কিন্তু খুলনাঢাকা প।েথ সরাসরি চলাচলকারী ট্রেন বন্ধ করে কেন?কোটচাঁদপুর স্টেশনসূত্রে জানাযায়, যশোর রুপদিয়া থেকে ঢাকা  এবং চুয়াডাঙ্গার দর্শনা থেকে ঢাকা ট্রেন চালু করতে যাচ্ছে রেলওয়ে। এর ফলে ঝিনাইদহের মোবারকগঞ্জ কোটচাঁদপুর স্টেশন থেকে যাতায়াতকারীদের জন্য তিনটি ট্রেন বন্ধের প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়েছে। দুটি স্টেশনের যাত্রীদের সুবিধার জন্য শাটল ট্রেন চালু করবে বলেও সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশ রেলওয়ে একটি মাস্টার প্লান নিয়ে এগিয়ে যাচ্ছে বলেও সুত্রে জানা গেছে। ঝিনাইদহ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব🙂 সালাউদ্দিন মিয়াজির কাছে কোটচাঁদপুর এলাকার জনগন ট্রেন তিনটি চালু রাখতে সরকারের রেল মন্ত্রনালয়সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে জোর দাবি করেছেন।ঝিনাইদহ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার বলেন, আওয়ামী শাসন আমলে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হয়েছে। তারই ধারাবাহিকতায় যশোর থেকে ঢাকার নতুন রেলপথ চালু হচ্ছে। তবে আমাদের মোবারকগঞ্জ কোটচাঁদপুর রুটের ৩টি ট্রেন বন্ধ হলে এই এলাকার যাত্রীরা রেল যোগাযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে, যেটা কারোরই কাম্য নয়। যার কারণে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে এরইমধ্যে কথা বলেছি ট্রেনগুলো এই রুটে রাখা যায় কিনা সেই ব্যাপারটা বিবেচনা করতে। সামনে মন্ত্রণালয়ের মিটিংয়ে আবার এই বিষয়ে আমি কথা বলবো। আশা করি ভালো একটা সংবাদ আমাদের জন্য আসবে।



 



Show More

Md. Shah Jaman

Alhajj Md. Shah Jaman, Chief Editor of the Digantabani Voice

Related Articles

Back to top button