ভেজাল খাদ্য উৎপাদনের বিষয়ে তথ্য চাইলেন ডিবি প্রধান
ভেজাল খাদ্য প্রস্তুতকারকদের বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করতে সাংবাদিকদের অনুরোধ জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।
বুধবার (৮ মে) রাজধানীর মিন্টু রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ অনুরোধ জানান।
ডিবি প্রধান বলেন, ভেজাল পণ্য উৎপাদন ও বিক্রয় করা অপরাধ এবং সংশ্লিষ্ট সংস্থা (ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, বিএসটিআই) এ বিষয়ে কাজ করছে।
তিনি আরো বলেন,‘যারা শিশুখাদ্য, স্যালাইন উৎপাদন করে তাদের লাইসেন্স বা অনুমোদন আছে কিনা তা জানার অধিকার একজন নাগরিকের রয়েছে।’
ডিবি প্রধান আরো বলেন, ‘যেসব এলাকায় এসব উৎপাদিত হয়, সেখানকার বাসিন্দারা আমাদের তথ্য দিলে আমাদের কাজ করতে সুবিধা হবে। আমরা অপরাধীদের গ্রেফতার করতে পারব। সেজন্য আমি সবার কাছে অনুরোধ করব, যারা নকল স্যালাইন, নকল পানীয় ও জুস তৈরি করছে তাদের বিষয়ে তথ্য প্রমাণ করার জন্য আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব।’
সম্প্রতি ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নকল স্যালাইন তৈরির সাথে জড়িত বেশ কয়েকটি চক্রকে গ্রেফতার করে ডিবি।
সূত্র : ইউএনবি