এক মাসে ১৩৪ কোটি ৩৬ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ
গত এপ্রিলে দেশের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১৩৪ কোটি ৩৬ লাখ টাকা মূল্যের অস্ত্র, গুলি, মাদক ও অন্যান্য নিষিদ্ধ দ্রব্য জব্দ করতে সক্ষম হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
এ সময় তাদের কাছ থেকে ১২ দশমিক ৪০ কেজি স্বর্ণ, ৭০৪ গ্রাম রুপা, ১ লাখ ৯০ হাজার ২২৪টি কসমেটিকস সামগ্রী, ৫১৫ পিস ইমিটেশন জুয়েলারি, ৭ হাজার ৪১টি শাড়ি, ১০ হাজার ৩৭৬টি থ্রি পিস/শার্ট পিস/বিছানার চাদর/কম্বল, ১ হাজার ৫ ঘনফুট কাঠ, ১ হাজার ৪৮ কেজি চা পাতা, ১২ হাজার ৯০০ কেজি কয়লা, ৩৮ হাজার ৪০০ কেজি কচ্ছপের হাড়, একটি পাথরের মূর্তি, দুটি ট্রাক, একটি কাভার্ডভ্যান, তিনটি প্রাইভেট ও মাইক্রোবাস। ১৫টি নৌকা, ২৫টি হিউম্যান হলার, ৬৩টি মোটরসাইকেল ও ১১টি সাইকেল।
জব্দকৃত অস্ত্রের মধ্যে রয়েছে পাঁচটি পিস্তল, একটি রাইফেল, চারটি বিভিন্ন ধরনের বন্দুক, চারটি ম্যাগাজিন ও ৪৯ রাউন্ড গুলি।
চোরাচালান সামগ্রীর মধ্যে রয়েছে ৯ লাখ ৫ হাজার ৯৬৮ পিস ইয়াবা ট্যাবলেট, ১২ কেজি ৩১১ গ্রাম ক্রিস্টাল মেথ, ১১ হাজার ৮৩ বোতল ফেনসিডিল, ২০ হাজার ৯০০ বোতল বিদেশি মদ, ১ হাজার ৮৮ ক্যান বিয়ার, ১ হাজার ১১৬ কেজি গাঁজা, ৩২ হাজার ৭৯৩ গ্রাম হেরোইন, ৫১ হাজার ১৫০ ইনজেকশন, ২ হাজার ৪৪২টি এসকুফ সিরাপ, ৬ কেজি ৮৮০ গ্রাম নেশাজাতীয় ওষুধ, ১ হাজার ৫২০ বোতল এমকেদিল/কফিদিল, ৪ লাখ ৫৬ হাজার ৭৯১টি বিভিন্ন ধরনের ওষুধ, ৮৯৯ আনেগ্রা ও সেনেগ্রা ট্যাবলেট, ১২ বোতল এলএসডি এবং ৫৬ হাজার ৬৬০টি অন্যান্য ট্যাবলেট। মঙ্গলবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ সময় অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১৫৫ জন চোরাকারবারি, ১১১ বাংলাদেশী, ৫ জন ভারতীয় ও ২৯৭ জন মিয়ানমারের নাগরিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে বলে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো: শরিফুল ইসলাম জানিয়েছেন।
সূত্র : ইউএনবি