আন্তর্জাতিক সংস্থাআরব সংবাদইউরোপ-আমেরিকাবিশ্ব সংবাদ
ইসরাইলকে যুদ্ধবিরতি মেনে নেয়ার আহ্বান এরদোগানের
তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান হামাসের ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেছেন, হামাস যখন গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছে, আমি আশা করছি যে ইসরাইলও তা মেনে নেবে।
মন্ত্রিসভার বৈঠকের পর বক্তৃতায় এরদোগান পশ্চিমা দেশগুলোকে চুক্তিটি মেনে নিতে ইসরাইলের ওপর চাপ বাড়ানোরও আহ্বান জানান।
তিনি বলেন, ‘আমরা হামাসের বিবৃতিকে স্বাগত জানাই যে তারা আমাদের পরামর্শে যুদ্ধবিরতি মেনে নিয়েছে। এখন ইসরাইলকেও একই পদক্ষেপ নিতে হবে।’
সূত্র : আল জাজিরা ও আনাদোলু