
বিশেষ সংবাদদাতা:
প্রধানমন্ত্রীর সাবেক সামরিক সচিব, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)’র ভাইস চ্যান্সেলর মেজর জেনারেল সালাহ উদ্দিন মিয়াজী (অবঃ) কোটচাঁদপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসন থেকে নির্বাচনে প্রার্থী হবেন। গতকাল (বৃহস্পতিবার) বিকেলে মেইন বাসষ্ট্যান্ডের একটি প্রেসক্লাবে এ মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিনি বলেন আমার বাবা এ্যাডঃ মঈনু উদ্দীন মিয়াজী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক গণপরিষদ সদস্য ও সাবেক সাংসদ ও সংবিধান প্রনেতা বোর্ডের সদস্য ছিলেন। আমি তার পুত্র হিসেবে গর্ববোধ করছি। তিনি বলেন, বর্তমানে রাজনীতির নামে হানাহানি, গ্রুপিং ও মানুষকে অসম্মান করাসহ সকল অনৈতিক কর্মকান্ড আমি সাংঘাতিকভাবে অপছন্দ করি। আমার জন্ম রাজনৈতিক পরিবারে। যে কারণে স্বাধীনতার শুরু থেকেই রাজনীতি গভীরভাবে পর্যবেক্ষণ করার সৌভাগ্য হয়েছে । বাবার সন্তান হিসেবে রাজনীতিক সহযোদ্ধা হিসেবে ছোট বেলায় বঙ্গবন্ধুর ¯েœহমাখা হাতের পরশ পেয়েছিলাম। তবে এখন আমার আসল পরিচয় আমি একজন কৃষক এবং এলাকার সাধারণ কৃষকদের পাশে থেকে কাজ করতে চাই। তার সাথে আমার চারটি বিষয়ে কাজ করতে চাই তা হলো দুর্নীতির বিরুদ্ধে,মিথ্যাচারের রাজনীতির বিরুদ্ধে জিরো টলারেন্স শিক্ষাঙ্গন শৃংখলা ফিরিয়ে আনা এবং স্বাস্থ্যখাত ও কৃষিখাতকে আধুনিকায়নে কাজ করা। আমি যেদিন অবসর গ্রহন করি সেদিনই আমি প্রধান মন্ত্রীকে আমার অভিপ্রায়ের কথা বলেছিলাম। প্রধানমন্ত্রীর নির্দেশে আমি কোটচাঁদপুর-মহেশপুর এলাকার সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি। দলের সাংগঠনিক কাঠামো উন্নয়নে দু’উপজেলার গ্রাম জনপদেও সুবিধাবঞ্চিত মানুষ ও আওয়ামীলীগের সকল স্তরের কর্মী সমর্থকদের সাথে যোগাযোগ রক্ষা করে যাচ্ছি। কোটচাঁদপুর-মহেশপুরের আওয়ামীলীগ আমার পিতার হাতে গড়া সংগঠন। আমার পিতা ১৯৬৭ সালে অনুষ্ঠিত মহেশপুর থানা আওয়ামীলীগের সম্মেলনে সভাপতি নির্বাচিত হন। এটি ছিল মহেশপুর আওয়ামীলীগের প্রথম সম্মেলন। প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় আমি কৃষি, শিক্ষা, পরিবেশ ও বিদ্যুৎ উৎপাদন নিয়ে কাজ করছি। ২০১২ সালে কৃষি কাজে অসামান্য অবদান রাখায় প্রধানমন্ত্রীর স্বর্ণপদক লাভ করি। আমি এ আসন থেকে সংসদ সদস্য হতে পারলে ঘুষ, দূর্নীতি উচ্ছেদসহ সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় সচেষ্ট থাকব। সেনাবাহিনী থেকে অবসরের পর আমি ২০১৮ সাল থেকে দলীয় রাজনীতির কাজে ওৎপ্রোতভাবে জড়িত রয়েছি। ২০১৮ সালের জাতীয় নির্বাচনে দলের পক্ষে প্রচারণা পরবর্তীতে পৌর ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করি। মতবিনিময় অনুষ্ঠানে সাংবাদিকরা ছাড়াও কোটচাঁদপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির লতা, সম্পাদক মন্ডলীর সদস্য কুরবান আলীসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।