
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার হরিন্দিয়া হাজী আলতাফ হোসেন আলিম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মোঃ আব্দুর রশিদ গতকাল (সোমবার) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ( ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। তার বয়স হলেছিল ৫৫ বছর। গতকাল মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয় দীর্ঘদিনের কর্মস্থল হরিন্দিয়া আলিম মাদরাসা ময়দানে এবং দ্বিতীয় জানাজা মরহুমের গ্রামের বাড়ির পাশে কোটচাঁদপুর পৌর ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় বিশিষ্টিজনদের মধ্যে জামায়াতের কেন্দ্রিয় কর্ম পরিষদ সদস্য প্রফেসর মোঃ মতিয়ার রহমান,সাবেক উপজেলা শিক্ষা অফিসার মোঃ ফজলুর রহমান, মাওলানা আব্দুল বারী,টিআইসি মিাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতিয়ার রহমান বক্তব্য রাখেন। এসময় এলাকার বিভিন্ন পর্যায়ের লোকজন উপস্থিত ছিলেন। তিনি স্ত্রী ২ ছেলে ও ভাই বোন ও আত্মীয়সজনসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কোটচাঁদপুর আলীয়া মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা শের আলী, হরিন্দিয়া আলিম মাদরাসার শিক্ষক মোঃ আমিনুল ইসলাম, দিগন্তবাণী সম্পাদক আলহাজ্ব মুহাঃ শাহজামানসহ অনেকে। দিগন্তবাণী রিপোর্টার্