
আগামীকাল প্রথম টেস্টে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে ভারত। দুই ম্যাচের এই সিরিজে মোস্তাফিজকে ভারতের জন্য হুমকি মনে করছেন বিরাট কোহলি। আজ বুধবার ইন্দোরে হোলকার স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এ কথা বলেন ভারত অধিনায়ক।
মোস্তাফিজের ব্যাপারে তিনি বলেন, ‘সে খুবই ভালো বোলার। আমরা তার বিপক্ষে খেলেছি। তবে লাল বলে নয়…আমার মনে হয় যেকোনো বাঁ হাতি পেসারই একটু অন্যরকম। হ্যাঁ, আপনার দলে যেহেতু বাঁহাতি পেসার নেই, খুব বেশি তাই খেলা হয়নি (বাঁহাতি পেসার), একটু বাড়তি মনোযোগ রাখতে হবে। এটা একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ ভালোভাবে উতরে যেতে হবে। বাঁ হাতি পেসারদের খেলা একটু কঠিন কারণ, তাদের আমরা নিয়মিত খেলি না। কাজেই বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে সে (মোস্তাফিজ) আমাদের জন্য হুমকি।’
তিনি আরো বলেন, ‘ও একজন অভিজ্ঞ বোলার। ভারতীয় ব্যাটসম্যানদের ভালো চেনে। আমাদের সাথে আইপিএল এবং আরো অনেক ম্যাচ খেলেছে। আমরাও ওর বিপক্ষে অনেক খেলেছি। একজন ভালো বোলারের বিপক্ষে মনোযোগ ধরে রেখে ভালো করাটাই হচ্ছে আসল ব্যাপার।’