
সদিক আল অরদা
তোমার প্রেরনা আমাকে দিয়েছে প্রান
বেপরোয়া হয়ে দিয়েছ প্রেমের দাম
আমার প্রয়াস সফল হলে পরাবো তোমায় মালা
সেই বাসনা হৃদয়ের মাঝে করছে যে উথালা
তোমাকে নিয়ে স্বপ্ন দেখার মাঝে
আহত বুকে কবিতার সুর বাজে
মনে পড়ে আজ কবি নজরুলের বাণী
নারীকে তিনি করেছেন প্রেরনার রাণী
কোন দিন একা হয়নিকো জয়ী
পুরুষের তরবারী
শক্তি দিয়েছে, প্রেরনা দিয়েছে নারী
তার এ বাণীর প্রমান দিয়েছ তুমি
তাইতো তুমি সদা মোর কাছে
পৃথিবীর সবচেয়ে দামি