
স্টাফ রিপোর্টার :
ঝিনাইদহ ও যশোরের বিভিন্ন এলাকায় করোনাভাইরাসের সংক্রমণ রোধে শুরু হওয়া গণটিকাদান ক্যাম্পেইনের সব কেন্দ্রে মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। টিকা নিতে আগ্রহীরা ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে কাঙ্খিত ভ্যাুকসিন গ্রহণ করছেন। অনেকেই দীর্ঘক্ষণ দাড়িয়েও নানা কারণে টিকা গ্রহণ করতে না পেরে ক্ষুব্ধ হয়ে ফিরে যেতে দেখা গেছে। বিভিন্ন এলাকা থেকে এমন সংবাদ জানা গেছে। টিকা না পাওয়া লোকজনের অভিযোগ, নির্দিষ্ট সংখ্যক টিকা প্রদান করায় সকাল থেকে লাইনে দাঁড়িয়েও শেষ পর্যন্ত টিকা নিতে পারেননি। লক্ষ্যমাত্রা পূরণ হলে তাদেরকে লাইনে দাঁড় করানো কেন হলো-এমন প্রশ্নও করেন তারা। তবে টিকাদান কেন্দ্রগুলোতে কাউক্ইে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যাবিধি মানতে দেখা যায়নি। করোনা থেকে রক্ষা পেতে টিকা নিতে এসো উল্টো অধিক হারে সংক্রমিত হওয়ার আশঙ্কা করছেন সচেতন মহল।
এদিকে এক সময় গ্রামের অধিকাংশ মানুষ করোনা সম্পর্কে উদাসীনতা প্রদর্শন করে নানা মন্তব্য করলেও এখন গ্রাম পযর্ন্ত মানুষ আক্রান্ত ও মৃত্যু বরন করায় অনেকের মধ্যে করোনা সম্পর্কে বিশ্বাসযোগ্য ধারনা জন্মেছে। যে কারনে টিকা নিতে সৃষ্টি হয়েছেন আগ্রহ। তবে স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, টিকা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই, পযার্য়ক্রমে সবাই টিকা পাবেন।