
হযরত উমর ইবনে খাত্তাব (রাঃ) নবী করিম (সাঃ) থেকে শুনে বর্ণনা করেছেন, তিনি বলেছেন- এ উম্মতের ব্যাপারে এমন সব মোনাফিক সম্পর্কে আমার আশংকা হয় যারা কথা বলে সুকৌশলে, আর কাজ করে জুলুমের সাথে। (বায়হাকী)
এক ব্যক্তি বললো, হে আল্লাহর নবী! লোকদের মধ্যে অধিক বুদ্ধিমান ও সতর্ক ব্যক্তি কে? নবী করিম (সাঃ) বললেন- যে মৃত্যুকে সবচেয়ে বেশি স্মরণ করে, মৃত্যুর জন্য বেশি প্রস্তুতি গ্রহণ করে। তারাই সবচেয়ে বেশি বুদ্ধিমান ও সতর্ক লোক। তারা দুনিয়াতে সম্মান ও পরকালে মর্যাদা উভয়ই পাবে।
হযরত আনাস (রাঃ) হতে বর্ণিত, রাসূল (সাঃ) বলেছেন- বিপদ ও পরীক্ষা যত কঠিন হবে তার প্রতিদানও তত মুল্যবান হবে। (এ শর্তে যে মানুষ বিপদে ধৈর্য হারা হয়ে আল্লাহর পথ হতে পালিয়ে না যায়) আর আল্লাহ যখন কোন জাতিকে ভালোবাসেন, তখন অধিক যাচাই ও সংশোধনর জন্য তাদেরকে বিপদ ও পরীক্ষার সম্মুখীন করেন। অতঃপর যারা আল্লাহর সিদ্ধান্তকে খুশি মনে মেনে নেয় এবং ধৈর্য ধারন করে, আল্লাহ তাদের ওপর সন্তুষ্ট হন। আর যারা বিপদ ও পরীক্ষায় অসন্তুষ্ট হন তারা ব্যর্থ। আবু দাউদ