
আল কোরআনে মহান আল্লাহ বলেন অর্থাৎ মানুষের হিসাব অতি নিকটে ঘনিয়ে আসছে অথচ তারা গাফিলতির মধ্যে বিমুঢ় হয়ে পড়ে রয়েছে। (সুরা আম্বিয়া- ১)
মহান আল্লাহ বলেন অর্থাৎ তোমাদের কার্যক্রম সম্পর্কে তোমাদেরকে অবশ্যই অবশ্যই জিজ্ঞাসাবাদ করা হবে। (সুরা নাহল- ৯৩)
মহান আল্লাহ বলেন অর্থাৎ অবশ্যই এই কিতাব (আল কোরআন) আপনার জন্য এবং আপনার জাতির জন্য অতি বড় মর্যাদার বিষয়। আর অতি শীঘ্র আপনাদেরকে উহার জন্য জিজ্ঞাসাবাদ করা হবে। (সুরা যুখরুফ- ৪৪)
আল কোরআনে আল্লাহ বলেন অর্থাৎ সন্দেহ নেই তাদেরকে আমার কাছেই ফিরে আসতে হবে। অতঃপর আমার কাছে তাদের হিসাব দিতে হবে। (সুরা আম্বিয়া- ২৫-২৬)
মহান আল্লাহ বলেন অর্থাৎ যাদের কাছে রাসুল পাঠানো হয়েছিল আমি তাদেরকে অবশ্যই অবশ্যই জিজ্ঞাসাবাদ করে ছাড়বো। আর ওইসব নবী রাসুলগণকেও জিজ্ঞাবাদ করবো। (সুরা আরাদ- ৬)